প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
মির্জাপুরে ১৪ টন রডসহ ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ১৪ টন রডসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সাভারের যাদুরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা সদর উপজেলার চাঁনমারী গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল (৩০), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (৪০)। তাঁরা দুজনেই কেরানীগঞ্জের করেরগাও এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি বুধবার রাতে নায়ারণগঞ্জ জেলার বন্দর থানার নয়নপুর এলাকার মুনতাহা স্টীল মিল থেকে ১৪ টন রডসহ ঢাকা মেট্রো-ট ১২-১৬৩৯ ট্রাক বগুড়া জেলার শিবগঞ্জ থানার আমতলী বাজারের উদ্দেশে রওনা দেয়। ভোর ৭ টার সময় ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা এলাকায় পৌছলে একটি প্রাইভেটকার ট্রাকটির গতিরোধ করে। ওই প্রাইভেটকারে থাকা ৬ ডাকাত সদস্য ট্রাকের ড্রাইভার নান্নু ও হেলপার আবু জাফরকে চোখ বেঁধে প্রাইভেটকারে উঠিয়ে গাজীপুরের বাগবাড়ি এলাকায় ফেলে গিয়ে রড ভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রডের মালিক মাহফুজুল হামিদ মির্জাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সভারের যাদুরচর এলাকা থেকে ডাকাতদলের দুইজনকে গ্রেপ্তার করে ও খালি অবস্থায় ট্রাকটি উদ্ধার করে। তাদের তথ্যের ভিত্তিতে লুট হওয়া ১৪ টন রড মাদারীপুর জেলার শিবচড় এলাকায় শাহিন নামের এক ব্যবসায়ীর দোকান থেকে উদ্ধার করে। রডের বাজার মূল্য প্রায় ১০ লাখ ৫৪ হাজার টাকা।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাসেল আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের দুজনকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com